![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাশবনেতে গিয়েছিলেম কাশের সাদা ফুলে
হাওয়া পেয়ে ঢেউয়ের তালে উঠল যখন দুলে
ভেতর থেকে কাশপরিরা বলল আমায় ডেকে
যাসনে খোকা কাশেরবনে যাবি রে তুই থেকে।
পরির গায়ে জরির জামা মাথায় সাদা চুল
নূপুর পায়ে ঝুমুর ঝুমুর পাখনা ভরা ফুল।
চোখের কোণে ঝলমল হাসির রেখা টানা
এগিয়ে এল পাখির মতো মেলে দুটি ডানা।
পরির সাথে রয়ে গেলাম কাশের বনে বনে
মা আমাকে পায় না খুঁজে জিগায় জনে জনে।
আমার খোঁজে কাশের বনে মা এসেছে নিজে
পরির চেয়ে মায়ের রূপ লাগছে ভাল কী যে!
ছুটে গিয়ে পালাই যখন মায়ের আঁচল তলে
মায়ের রূপে অবাক হয়ে পরিরা আসে চলে।
©somewhere in net ltd.