![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই কিশোরীর দুঃখ সারি সারি
বানের জলে তলিয়ে গেছে বাড়ি।
কোথায় যাবে ভেলায় ভেসে কোথায় হবে ঠাঁই
কোথায় কাটে দুখের রাত্রি ঠিকঠিকানা নাই।
কাঁথা বালিশ হাণ্ডি পাতিল প্রাণের প্রিয় খাসী
ভেলায় চড়ে যাচ্ছে ভেসে মিলিয়ে গেছে হাসি।
এমনই অনেক দুখ-যাতনা সবার অগোচরে
ঠাঁই না পেয়ে জলে ডাঙ্গায় অকালে যায় মরে।
একটু যদি খেয়াল করি তাকাই ডানে বামে
হাত বাড়ালে দুঃখ-ব্যথা অল্পতেই থামে।
আমরা মানুষ সবার সেরা এই আমাদের বড়াই
হয়তো প্রভু তাকিয়ে দেখেন করছি কে কী লড়াই!
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: প্রাকৃতিক বিপর্যয় এটা। প্ল্যান প্রোগ্রাম থাকলে কষ্ট কম হতো। ধন্যবাদ।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল কবিতা।
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক শুভেচ্ছা রইল।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
প্রথমকথা বলেছেন: ভাল লাগল কবিতা।
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: প্রথমকথা আপনাকে অনেক ধন্যবাদ।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
ক্লে ডল বলেছেন: এই কবিতার মূল বার্তা যদি অন্তরে ধারণ করা যেত তবে দুঃখ কষ্ট অনেক কমে যেত।
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিকই বলেছেন। মুখে বলি অন্তরে জায়গা দিই না।
আপনাকে শিভেচ্ছা মি. ডল।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
ইমরান আল হাদী বলেছেন: সেরাদের কাজটি হওয়া উচিত শ্রেষ্ট কিন্তু সেখানেই গলদ।
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৯
চাঁদগাজী বলেছেন:
বান আসতে পারে, ঝড় হতে পারে, মানুষের অবস্হা এই রকম হওয়ার কারণ নেই; সরকার ও মানুষ নিজেই এর জন্য আগে ভেবে প্ল্যান করে না।