![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাশের বনে পরি থাকে কাশের মতো সাদা
থাকে আরো পুরুষ পরি বনের শাহাজাদা।
বাতাস এসে কাশের বনে ঢেউ খেলিয়ে যায়
ঝুমুর ঝুমুর নূপুর বাজে কাশপরিদের পায়।
খোকা মনি চৈতি রিয়া ছুটে গেলাম বনে
সামনে এসে দাঁড়ালো এক সাদা পরির কণে।
ঢোল পিটিয়ে কণের সাথে গেলাম শ্বশুর বাড়ি
হল্লা করে গেলাম সবাই সঙ্গে মটর গাড়ি।
কাশপরিরা কাশের মতো সাদা পোশাক পরে
ওরা জোছনা রাতে দলে দলে বেড়ায় বালুচরে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০২
গেম চেঞ্জার বলেছেন: পড়তে বেশ লাগলো!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা রইল।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১০
জনৈক অচম ভুত বলেছেন: পুরুষ পরি!
এমনিতে ভাল লেগেছে।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ মি. ভূত!!
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২০
Just HB বলেছেন: awesome.......