নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

হাসি

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৭


একটি ছেলে যখন তখন/অকারণেই হাসে
হাসির চোটে এলেবেলে/লুটিয়ে পড়ে ঘাসে।

ঘাসে ছিল লাল পিঁপড়ে/কামড়ে দিল শেষে
'দেখ্ আমার হয়নি কিছু'/বলছে তাও হেসে।

তোরা যদি হাসবি না তো/গোমরা মুখে থাক্
জোর করে পেটের ভেতর/হাসি চেপে রাখ্।

আমার যত হাসি আছে/দিলাম মুক্ত করে
কষ্ট করে দুষ্টু হাসি/রাখিস বন্দী করে।

আমার হাসি পাখা মেলে/করছে বাকুম বাক্
তোদের পেটের হাসিগুলি/খাচ্ছে ঘুরপাক।'

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫১

খায়রুল আহসান বলেছেন: বাহ, বেশ সুন্দর হাসির ছড়া! ভালো লেগেছে, + +

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগল আমারও আপনার মন্তব্য পড়ে। ধন্যবাদ।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৭

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: আমার যত হাসি আছে/দিলাম মুক্ত করে
কষ্ট করে দুষ্টু হাসি/রাখিস বন্দী করে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার হাসি পাখা মেলে/করছে বাকুম বাক্
তোদের পেটের হাসিগুলি/খাচ্ছে ঘুরপাক।'

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮

প্রথমকথা বলেছেন: ভাল লেগেছে কবি। খুব সুন্দর হাসির কবিতা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: খুশি হলাম। শুভেচ্ছা নিন।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২২

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: হাসির খেলা খেলব দলে/ কে আসবি আয়
ঘর, উঠানে, কাজের মাঝে / হাসব সুজন বাঁধায়

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ্ সুন্দর।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.