![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাদার বয়েস হবে পাঁচ কুড়ি ছয়
তা বলে শোকে দুখে গুটি শুটি নয়
খায়-দায় চলে ফিরে ফুরফুরে ভাব
দেখে শুনে মনে হয় ইংরেজ সাব।
ছোটোদের বই নিয়ে মন দেয় পাঠে
নাতি পুতি খুতি নিয়ে খেলেন মাঠে
বুড়ো দাদা শিশু হয়ে দুষ্টুমি করে
ফূর্তির বান ছোটে দাদার ঘরে।
দেশ জুড়ে আত্নীয় হাজারে হাজার
কোনোদিন দেখিনি মুখটা বেজার
অল্পতে খুশি হয়ে গল্পে মাতে
সুখেরা খেলা করে দাদার সাথে।
এলাকার লোকজন ভেবে হয়রান
এত হাসি মনোবল কোথা হতে পান!
আনন্দে লাল হয়ে হেসে কয় দাদা
নিয়মের ফ্রেমে ভাই জীবন বাধা।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ মি. সামিউল।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দর ছন্দ ও লেখা