![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রাণের প্রিয় বন্ধু আমার
অনেক দিনের পরে
পেছন থেকে হঠাৎ আমায়
ঝাপটে যখন ধরে;
অবাক হয়ে তাকিয়ে থেকে
টেনে নিলাম বুকে
মুখের ভাষা বন্ধ হয়ে
প্রকাশ পেলো চোখে।
দুটি মুখের কথার ভার
চারটি চোখে নিলো
কিছুটা যায় বাষ্প হয়ে
কিছুটা এলোমেলো।
ঝাপসা চোখে আমার মতন
দেখতে পেলো কিনা
ঠোঁটের কাঁপন কেমন করে
বাজিয়েছিল বীণা।
©somewhere in net ltd.