![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভেবে চিন্তে পালিয়ে গেলাম সুখ ছিলো না মনে
যাবো কোথায়? সাগর পাহাড় পেরিয়ে এক বনে।
ব্যাগ গুছিয়ে কাঁধে ফেলে জোরসে দিলাম হাঁটা
পেছন থেকে কে যেন রে ধরল টেনে পা টা।
যাওয়ার নেশা শক্ত ছিলো পেরিয়ে গেলাম বাধা
বনে গিয়ে মনে হলো জীবন আধা আধা।
দিন পেরোলো রাত পেরোলো সূর্য ওঠে ওঠে
কুয়াশাদের ছিন্ন করে কে আসে রে ছুটে!
ঝড়ের বেগে `যন্ত্রণাটা" এলো এমন ত্রাসে
গিলে ফেলে আমার সকল একটি চুমুর গ্রাসে।
২| ০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
৩| ০৩ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
ইমরান আল হাদী বলেছেন: সুন্দর কবিতা।
৪| ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:৫১
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: "ভেবে চিন্তে পালিয়ে গেলাম সুখ ছিলো না মনে
যাবো কোথায়? সাগর পাহাড় পেরিয়ে এক বনে।
ব্যাগ গুছিয়ে কাঁধে ফেলে জোরসে দিলাম হাঁটা
পেছন থেকে কে যেন রে ধরল টেনে পা টা।
যাওয়ার নেশা শক্ত ছিলো পেরিয়ে গেলাম বাধা
বনে গিয়ে মনে হলো জীবন আধা আধা।
দিন পেরোলো রাত পেরোলো সূর্য ওঠে ওঠে
কুয়াশাদের ছিন্ন করে কে আসে রে ছুটে"
সুন্দর হয়েছে