![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেমিকার গায়ে চাপাতি মেরে
রক্ত ঝরালে শেষে!
হয়তো বলবি দিনরাত তাকে
গিয়েছিস ভালবেসে।
প্রেম কি শুধু পাওয়ার জিনিস
ভোগের আয়োজন?
প্রেম তো জানি উজাড় করিয়া
নিজেকে বিসর্জন।
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১২
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হায়!!!!!!!
চেতনার কত অধ:পতন
ভোগ আর পাওয়াই সব!!!!!!!
হায়! ছাত্রলীগ! হায় সরকার! হায় ক্ষমতা!!!! হায় লোভ!!!
দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক