![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আৎকা আৎকা ফালদা উঠে চাচা
সকাল থেকে যাকে পায় তাকেই বলে বাঁচা।
হঠাৎ করে কী হয়েছে বলেন খুলে, শুনি
হাতের কাগজ নাড়িয়ে বলে, এই দেখ ব্যাটা খুনী।
ঘরে আমার তিন তিনটে ডাঙর ডোঙর মেয়ে
ভাবছি আমি দুষ্টরা সব একলা পথে পেয়ে
কী যে করে কী জানি হয় ভেবেই দিশাহারা
পেপার দেখে কেন জানি পাচ্ছি 'শনি'র তাড়া!
ভালোবাসায় ব্যর্থ হলে অভিমানে ছেলে
গোঁফ দাড়িতে নতুন করে কষ্ট ধরে মেলে
এখন এসব হচ্ছেটা কি কোপায় ছেলে মেয়ে
দরদরিয়ে মাথার ঘাম পড়ছে গতর বেয়ে।
ভালো-মন্দ ইতর ফাতর আছে সমাজ-দেশে
ভয় পাবেন না দুষ্টরা সব হারিয়ে যাবে শেষে।
২| ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভালো-মন্দ ইতর ফাতর আছে সমাজ-দেশে
ভয় পাবেন না দুষ্টরা সব হারিয়ে যাবে শেষে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
শিশির মোরশেদ বলেছেন: আসলেই ,,