![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পদ্মপাতায় ডাহুক নাচে
শালিক নাচে আলে
উঠোন জুড়ে মুরগিছানা
নাচছে তালে তালে।
ঘরের কোনে চড়ুই পাখি
ফুড়ুৎ ফাড়ুৎ ওড়ে
টের পেয়েছে বেড়ালছানা
ডিমের লোভে ঘোরে।
শান্ত কুকুর ঘুমিয়ে আছে
শরীর করে গোল
দুষ্টু বেড়াল লাফিয়ে পড়ে
বাধায় গণ্ডগোল।
পাইনা ভেবে ছোটরা সব
কেমনে কাটায় বেলা
খোকা-খুকি এসব নিয়ে
খেলছে সারাবেলা।
©somewhere in net ltd.