![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাজার থেকে ডজন ডজন
ডিম এনেছে দাদা
কোনোটা দেখি লালচে মতন
কোনোটার রং সাদা।
খোকন সোনা হাপুস হুপুস যেই ধরেছে বায়না
ভেঙে দেখি বাংলা নারে ডিমগুলো সব চায়না।
বাজার থেকে ডিম্ব আনার কথা তোমরা বলো যে
চায়না ডিমের আয়নাবাজি যায় কি চেনা সহজে?
২| ১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: আনন্দিত হলাম। শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: দারুন লিখেছেন......ভালোলাগা জানবেন