![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি শিশু আপন মনে গাছের ডালে বসে
কী হবে সে মনে মনে দেখছে হিসেব কষে।
পেয়ে গেছি, হবো আমি সুতো ছেঁড়া ঘুড়ি
হাত দুখানি পাখা করে যাচ্ছে শিশু উড়ি।
এলে বেলে বন পেরিয়ে সাগর দিল পাড়ি
ধীরে ধীরে হারিয়ে গেল চেনা ঘর ও বাড়ি।
হঠাৎ হাওয়ার গতি পেয়ে ছুটল উপর দিকে
কালো মেঘের বাধাগুলো সরিয়ে দিল কিকে।
জোছনা ঢেলে হাসিমুখে দাঁড়িয়ে আছে চাঁদ
উঠল জেগে ঘুড়ির মনে চাঁদে যাওয়ার সাধ।
সুতোবিহীন মুক্ত ঘুড়ি ছুটল চাঁদের দেশে
হাত বাড়িয়ে টেনে নিল চাঁদের বুড়ি এসে।
ঘুরে ঘুরে চাঁদের দেশে ফিরে এল বাড়ি
একটু পরে জাগল মনে হবে মটর গাড়ি।
©somewhere in net ltd.