![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেমন্তিকার বিকেলগুলো রোদে-মেঘের খেলা
ঘুরে বেড়ায় আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
গন্ধরাজ আর মল্লিকারা এই মেলেছে আঁখি
দেবকাঞ্চন অশোক বনে উড়ছে কত পাখি।
মাঠে মাঠে পাকা ধানের গাছ রয়েছে নুয়ে
রাতের শিশির চুপি চুপি পড়ছে চুয়ে চুয়ে।
ঘুরে বেড়াই খালি পায়ে ক্ষেতের সবুজ আলে
মুক্তোদানা ঝুলে আছে মাকড়সাদের জালে।
©somewhere in net ltd.