![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন এতো ছোট্ট কেন ভাবছি যখন বসে
অপচয়ের সময়গুলো দেখছি হিসেব কষে।
হিসেব আমার মিলছে না ঠিক অংকে করি ভুল
রাফ কাগজের স্তূপ পড়েছে টানছি মাথার চুল।
হেলাফেলায় সময় গেলো নষ্ট ভেলায় চড়ে
ভাবনাবিহীন কাল কেটেছে সুখের হাতটি ধরে
একটিবারও ভাবিনি আমি সময় খুবই কম
এখন ওসব ভাবতে গেলে আটকে আসে দম।
প্রভু, স্বপ্ন আমার কল্পনাতে হাওয়ায় ভেসে চলে
তুমি, সময় দিও প্রকাশ করার সৃষ্টি করার ছলে!
২| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১৮
খায়রুল আহসান বলেছেন: সুন্দর ভাবনা এবং তার পরিচ্ছন্ন অভিব্যক্তি। তবে, চতুর্থ চরণে একটু ছন্দপতন ঘটেছে, বাকী সব ঠিক আছে।
চতুর্থ চরণটি একটু সম্পাদনা করা যায় কিনা, তা ভেবে দেখতে পারেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
ধ্রুবক আলো বলেছেন: হেলাফেলায় সময় গেলো নষ্ট ভেলায় চড়ে
ভালো লাগলো,,, অভিনন্দন