![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝড়-বৃষ্টি-তুফান হয়ে ভেঙ্গেচুড়ে সব
থামিয়ে দিলাম এক মুহূর্তে সকল কলরব।
বজ্রাঘাতে ছাই করেছি বন ও মাঠের ধান
ভয়ে ত্রাসে লুটিয়ে পড়ে তাজা ক'টি প্রাণ।
ভালই লাগে দেখছি যখন কাঁপছে থরথর
গাছপালা লোকের ভেতর ঢুকছে মহা ডর
আমি তখন ছুটে চলি কাঁপিয়ে মহাত্রাসে
গিলে ফেলি যা পাই আমি একটা প্রবল গ্রাসে।
ঝড়-বৃষ্টি-দস্যু হয়ে নিজেকে ভাবে বীর
কিশোর-তরুণ কল্পনাতে উঁচু রাখে শীর।
©somewhere in net ltd.