![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেমন্তিকার হাওয়া এসে
শুড়শুড়ি দেয় গায়ে
নরম গরম রোদেরা এসে
আঁচল পাতে ছায়ে।
সাদা মেঘের ভেলায় চড়ে
কুয়াশা নেমে আসে
ভোরবিহানে দুর্বা ডগায়
মুক্তো হয়ে হাসে।
২| ২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: আসলে শিশুতোষ ছড়া ছোটো হওয়াই ভাল। কিছুটা অপূর্ণতা থেকেই যায়।
ধন্যবাদ নিন।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪১
সাহসী সন্তান বলেছেন: আমি ভাবছিলাম কবিতাটা আরো একটু বড় হবে! তবে মাত্র ৮ লাইনের হওয়াতে আশাহত হতে হল! তারপরেও চমৎকার লেগেছে!
শুভ কামনা জানবেন!