![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই কার্তিকের প্রথম গভীর রাতে
বাজার থেকে ফিরছি যখন রাতে
দুটো ইলিশ ঝুলছে আমার হাতে
ছায়ার মত হাঁটছে কারা সাথে?
একটি ছায়া সামনে এসে দাঁড়ায়
হাত দুটি সে আমার দিকে বাড়ায়
বলল আমায়, মাছ দে আমার হাতে
নইলে তোকে খাব আজকে রাতে।
ভূতের হাতে মাছ রেখে, ফিরব খালি হাতে?
তা হবে না। ধুন্দুমাধুম দিলাম ঘুষি দাঁতে।
ঘুষি খেয়ে একটি পালায় আরেকটি এসে ধরে
ফেলে দিলাম ঠাস্ ঠাস্ ঠাস্ তিন তিনটা চড়ে।
ভূত পিটিয়ে বীরের মতো হেঁটে গেলাম ঘরে
সমস্যাটা রইল কোথায়? ভুগছি কঠিন জ্বরে!
২৭ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: হাঃ হাঃ আমি ভূতবীর!!
ধন্যবাদ।
২| ২৭ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
বর্ণিল হিমু বলেছেন: কঠিন লিখছেন....
২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা রইল।
৩| ২৭ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
আলগা কপাল বলেছেন: মচৎকার কবিতা।
হলাম খুব খুশি তাতে সন্দেহ তো নাই
পড়বো তত পাবো যত মনের মত ভাই।
আরেকটু বড় যদি হতো এই কবিতাটাই
হতাম আরো বেশি খুশি যার সীমানা নাই।
ভূতের সাথে করে যুদ্ধ গাত্রে এল জ্বর
আবার যদি পায় গো আমায়? লাগে বড় ডর।
বাঁচবো না আর, যদি গো পড়ি ভূতের পাল্লায়
এই যাত্রায় বেঁচে গেছি বাঁচাইছে আল্লায়।
এই অংশটুকু যোগ করতে পারেন।
৪| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ দারুন লিখেছেন তে্!
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৪
মার্কো পোলো বলেছেন:
বাহ! ভূত তাড়ানো ভাল লাগলো।