![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তেলাপোকা ভাবে তেলাপাখি হবে
পাখা আছে তাই উড়বে
যখন যেখানে যেতে মন চায়
পাখামেলে খুব ঘুরবে।
পাকঘর থেকে পাখা মেলে সে
উড়ে উড়ে গেলো বাইরে
মনে মনে ভাবে গেছি বহুদূর
পাকঘরে আর নাইরে।
একটু গিয়ে একটু থামে
লতাপাতা ধরে সামলায়
বেশি দূরে তার যাওয়া হয়নি
চিৎ হয়ে পড়ে গামলায়।
২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন রিনাপু। ওরা অন্ধকারের অপসরা।
আপনার মন্তব্য অনেক ভাল লাগল। শুভেচ্ছা রইল।
২| ২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুব ভাল লাগলো --
২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:২০
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি খুশি। ধন্যবাদ লায়লা আপু।
৩| ২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:১০
আছির মাহমুদ বলেছেন: বাহ! বাহ! খুবই সুন্দর!
২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:২২
বিএম বরকতউল্লাহ বলেছেন: আনন্দিত হলাম মাহমুদ ভাই। ধন্যবাদ।
৪| ২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:০০
শিপন মোহাম্মদ বলেছেন: তেলাপাখি নামটি দারুন হয়েছে। ছড়াটি ভালো লেগেছে । শুভ কামনা রইলো।
৫| ২৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: মন্তব্য পড়ে আমারও ভাল লাগল। শুভেচ্ছা রইল শিপন ভাই।
৬| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ২:০৮
রক্তিম দিগন্ত বলেছেন:
তেলাপাখি নামটা বেশ আগ্রহ জাগালো।
ছড়াকবিতাটা মোটামুটি লেগেছে।
৭| ৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে ধন্যবাদ জানাই।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৪
কানিজ রিনা বলেছেন: তেলাপক্কি ওরা খোলা পায়খানা থেকে উড়ে
এসে রান্না ঘর শোবার ঘড় সব ঘরেই ওদের
বসবাস। তবে ওদের ওড়া উড়ি খোলা
পায়খানা থেকে বসতঘর চক্ষুর অন্তরালেই
ঘটে। কিছু মানুষ কিন্তু তেলাপক্কির মতই
চোখের অন্তরালে বসত ঘরে থাকে।
ওরা অন্ধকারের অপসরা। ধন্যবাদ