![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেমন্তিকার দু'চোখ ভরা জলে
তার সাজানো বাগান পানির তলে
আকাশ ভরা কালো মেঘের খেলা
বৃষ্টি এসে শীতকে মারে ঠেলা।
পালিয়ে গেছে কুয়াশারা
মেঘের আলোড়নে
ঝুপ ঝুপা ঝুপ বৃষ্টি দেখে
শীত পালালো বনে।
©somewhere in net ltd.