![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লোকটার এমন চলাফেরা কথার এমন ছিরি!
হঠাৎ হঠাৎ কোঁচর থেকে বের করে সে বিড়ি।
মেচের কাঠি মাথায় ঘষে আগুন ধরায় তাতে
ঘুরে বেড়ায় দিনের বেলা লুকিয়ে থাকে রাতে।
খাবার দিলে খায় না কিছু তাকিয়ে খালি হাসে
হাঁটার পথে সামনে পিছে শিশুরা থাকে পাশে।
হঠাৎ মুখে খইয়ের মতো ফোটে আজব গালি
রাগ করে না এসব শুনে সবাই মারে তালি।
খবর পেলাম লোকটা নাকি ডবল এমএ পাস
ভালোবাসার মানুষটি তারে করেছিলো গ্রাস।
হঠাৎ তাকে ছেড়ে ছুড়ে পালিয়ে গেল শেষে
মেধাবী এই নুরু ফকির ঘুরছে পাগল বেশে!
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫
কানিজ রিনা বলেছেন: বেশ ভালই লাগল,