![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভ্রমর এলো গুনগুনিয়ে ফুল ছিল না বনে
বাগান জুড়ে ভ্রমর ওড়ে মধুর প্রয়োজনে।
ফুলের কলি উঠল বলি আবার এসো ফিরে
পাঁপড়ি মেলে মধুর কলস ভরবে যখন ধীরে।
ভ্রমর এসে গুনগুনিয়ে গাইল ক্ষুধার গান
পাঁপড়ি মেলো তাড়াতাড়ি যাচ্ছে বুঝি প্রাণ।
কলিগুলি ফুল হয়ে যায় মধুর মাখামাখি
ভ্রমর এলো সঙ্গে নিয়ে মধুলোভী পাখি।
ওরা সবাই উধাও হলো মধু খাওয়ার পরে
বিলিয়ে দিয়ে বুকের মধু অকালে যায় ঝরে!
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৯
ভ্রমরের ডানা বলেছেন:

ফুলেফুলে, মধুতে ভ্রমর আসবেই
কবিতা ভাল লেগেছে।