![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি ছড়া পালিয়ে গেছে বইয়ের পাতা থেকে
আয় ফিরে আয় আদর করে বলছি তাকে ডেকে
বলল ছড়া, বইয়ের পাতায় থাকবোনারে বসে
দেখবো এবার ঘুরে ফিরে বিশ্বটাকে চষে।
বন-বনানী পাহাড় থেকে উঠলো সাগর বেয়ে
হাত বাড়িয়ে চলে গেলো মেঘের দেখা পেয়ে
মেঘের ডানায় ভর করে সে গেলো চাঁদের দেশে
ফিরে এলো ছড়া আমার পাক্কা বীরের বেশে!
©somewhere in net ltd.