![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা যারা শহরবাসী আছো দালান-ঘরে
গাঁয়ের মানুষ কষ্ট করে বুঝবে কেমন করে।
শীতের হাওয়া কাঁপন দিয়ে শীত নামিয়ে যায়
তুমি, দুঃসময়ে কষ্ট করে এসো তোমার গাঁয়।
দিনের বেলা কুয়াশারা সূর্য রাখে ঢেকে
কষ্টগুলো পষ্ট হয়ে বসে কাঁধে ঝেকে।
আসার পথে মনে করে এনো শীতের জামা
গরিব মানুষ কষ্ট করে নাইযে তাদের মামা।
©somewhere in net ltd.