![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের আনন্দে লিখি, খেয়ালখুশির বশে লিখি। একটা ছড়া, কবিতা বা গল্প লেখা শেষ হলেই বিবেকের চেয়ে আবেগের তাড়নায়
পত্রিকায়, ব্লগে ও ফেবুতে প্রকাশ করে ফেলি।
সেই লেখা চুরি হয়ে গেলে কোনো সমস্যা নেই। কারণ চোর যদি লেখাটা নিজের কাছে রেখে পড়তে চায় আমার অসুবিধা কোথায়?
কিন্তু যখন আমার লেখাটি চুরি করে চোরের নামে সেটা অন্য কোথাও প্রকাশ করে ফেলে তখন খুব হা-পিত্তেশের জন্ম হয়।
অন্যের লেখা নিজের বলে চালিয়ে দেওয়াতে কী আনন্দ আর গেৌরব আছে সেটা বুঝতে পারি না।
যিনি লেখা চুরি করে নিজের নামে প্রকাশ করে দেন আমি মনে করি তার মধ্যে কোনো না কোনো সৃজনশীল ক্ষমতা আছে।
নিজের সৃষ্টিশীল ক্ষমতাটুকু প্রকাশ করার জন্য একটু চেষ্টা করুন, দেখবেন আপনি ধীরে ধীরে ভালো একজন লেখক হয়ে উঠেছেন।
লেখা চুরি করতে পারলেও আপনি কখনো মেধা চুরি করতে পারবেন না। এটা মানুষের নিজস্ব।
লেখক হওয়ার জন্য শর্টকাট কোনো পথ নেই।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: চোরে না শুনে ধর্মের কাহিনী।