![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটুখানি বিষ্টি হলো একটু জুড়ায় প্রাণ
গাছের পাতা নড়ে চড়ে যেই ধরেছে গান
গানের তালে নূপুর পায়ে বিষ্টি পড়ে টুপ
বাইরে থেকে বিড়ালছানা ঘরে এসেই চুপ।
দেৌড়ে গেলো খোকন সোনা বিষ্টিভেজা ছাদে
বায়না ধরে ছোট্ট খুকী ঘরে বসে কাঁদে।
কাঁদিস কেনো, ছাদে যাবি? ওমনি দিল হাসি
নেমে এলো মাথার ওপর বিষ্টি রাশি রাশি।
১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমারও ভাল লাগছে। ধন্যবাদ।
২| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১১:১৬
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: বাহ! দারুণ তো!
১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১০
বিএম বরকতউল্লাহ বলেছেন: আনন্দিত হলাম। শুভেচ্ছা নিন।
৩| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১১:২০
খায়রুল আহসান বলেছেন: সুন্দর ছন্দ, সুন্দর কথায় ভাবের প্রকাশ। + +
১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১০
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক উৎসাহ পেলাম। সালাম ও শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৭ রাত ৯:১০
আরণ্যক রাখাল বলেছেন: কিউট!
ভাল লেগেছে।