নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

কান্নাকাটির বউ

১১ ই মার্চ, ২০১৭ রাত ১১:০০

নাকের পানি চোখের পানি এক করে সে কাঁদে
কাঁদো কেনো কী হয়েছে, বকছে নাকি কেউ?

আঁচল গেল ভিজে;
ছিরত ছিরত শব্দ করে নাক ঝাড়ে সে খুব
চোখের পানি নাকের ঝাড়ি বিশ্রি লাগে কী যে!

কাঁদো কেনো বলতে হবে হাত ধরেছি চেপে
বানের মতো পানি ফেলে উঠল আবার ক্ষেপে।
`কথায় কথায় কান্না আসে কান্না আমার হাসি'
বাহ্, তোমার চেয়ে এখন থেকে কান্না ভালবাসি।
এই শুনেই বউটি আমার কেঁদে হারায় জ্ঞান
কাঁদো সোনা লক্ষ্মী যাদু কান্না আমার ধ্যান।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩০

অতঃপর হৃদয় বলেছেন: বাহ!!!!! চমৎকার লাগল।

১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ নিন। আর বউকে কাঁদতে দিন।

২| ১২ ই মার্চ, ২০১৭ ভোর ৪:০৬

Abdur Rahim nil বলেছেন: আমার বউ খুব কাঁদে

১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: তাঁর পাশেই টিস্যু পেপার রাখুন যাতে কোনো ইস্যু খুঁজে না পায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.