![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘরে এখন সুখ-শান্তি হিংসে করার মতন
কথায় কথায় আদর এবং করছি বউয়ের যতন।
আমিও করি বউও করে চাকরি সমান সমান
স্বামী স্ত্রীতে নেই ভেদাভেদ এটাই বড় প্রমাণ!
বউয়ের আগে বাসায় এলে চুলোয় বসাই হাঁড়ি
মেজাজ মর্জি বিগড়ে গেলে বিপদ হবে ভারী।
ডাইনিং টেবিল সাজিয়ে রাখি টাটকা সুষম খাদ্য
দেখি কেমনে মেজাজ দেখায় কেমন তাহার সাধ্য!
ছেলেমেয়ের জইঝামেলা নিলাম কাঁদে টেনে
চাওয়াগুলো বাজার থেকে দিচ্ছি বেদম এনে
সবাই খুশি আমার উপর, সাচ্চা বাবা, স্বামী
আমার খবর রাখে কেবল আমার অন্তর্জামী!!
১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঘরের কথা পরের কাছে কেমনে বলি ভাই!
২| ১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: এর উল্টোটাও কিন্তু বেশীর ভাগই।
চাকুরী করি বিধায় আশেপাশে দেখে বলছি।
কবিতা সুন্দর হয়েছে।
১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন মেডাম।
ধন্যবাদ নিন।
৩| ১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৪
আলী প্রাণ বলেছেন: সুন্দর সাবলীল সুখপাঠ্য। +
১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা রইল।
৪| ১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
তোমার জন্য মিনতি বলেছেন: খুব সুন্দর
১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: সুন্দর!!
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৫
ওমেরা বলেছেন: মন উজার করে খুলে বলেন তাহলে আমরা ও জানব ।