![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশের তলে শিশুটি ঘুমায় বিছানা হয়েছে মাটি
চাঁদ দিয়েছে জোছনার আলো তারারা দুধের বাটি।
ছায়া দিয়েছে মেঘেরা আর বৃষ্টি দিয়েছে পানি
রোদের কণারা নিত্য এসে করছে টানাটানি
এ পথ তার বড় চেনা চেনা ছুটে চলা গাড়িগুলি
দমকা হাওয়ারা আদর করে দিয়ে যায় পদধুলি।
আপন নিয়মে চলছে জগৎ দেখে না এই দৃশ্য!
সুখ-দুখ আর আবেগ-যন্ত্রণা বহন করেছে বিশ্ব!!
১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:১৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
২| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:১২
অতঃপর হৃদয় বলেছেন: আপন নিয়মে চলছে জগৎ দেখে না এই দৃশ্য!
সুখ-দুখ আর আবেগ-যন্ত্রণা বহন করেছে বিশ্ব!!
কিছু বলার নেই। খুব কষ্ট লাগে এমন দৃশ্য যখন চোখের সামনে দেখি।
৩| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:১৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: মানবতাই পরম ধর্ম।
আপনি পরম ধর্মপালন করছেন। স্যালুট।
৪| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:২২
চাঁদগাজী বলেছেন:
বাংগালীরা এখন ক্রীতদাস ব্যবসায় ভালো করছে।
১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ক্রীতদাস!!
৫| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৬
ওমেরা বলেছেন: ছবিটার সাথে কবিতা ভালই হয়েছে যদিও ছবিটা দেখে মন খারাপ হল । ধন্যবাদ ভাইয়া ।
১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪০
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা নিন।
৬| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৭
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: কবিতা ও ছবি দুইটাই মনঃপীড়ার কারণ হল :-(
১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:০০
বিএম বরকতউল্লাহ বলেছেন: মানবতার আঘাত!!
ধন্যবাদ।
৭| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৬
আরণ্যক রাখাল বলেছেন: কী করুণ!
৮| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপন নিয়মে চলছে জগৎ দেখে না এই দৃশ্য!
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:১১
মুচি বলেছেন: অসাধারণ। খুব ভালো লাগল। +++++