![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পান্তাভাতে চলবে এবার পেঁজ মরিচের ডলা
গাপুস গুপুস খাব এবার পান্তা-মরিচ নলা।
সারা বছর ইলিশ মাছ পায় না যারা খেতে
তারাই কেবল ইলিশ খাওয়ার উল্লাসে রয় মেতে।
ঘুড়ি লাটিম, বাঁশি, চূড়ি উঠবে হাতে হাতে
জিলিপি মুড়কি কদমা পুতুল থাকবে সবার সাথে।
চরকগাছে হল্লা করে ঘুরব ভোঁ ভোঁ করে
খুশির জোয়ার বইয়ে যাবে সবার ঘরে ঘরে।
পুরনো যতো দুঃখ-যাতনা, হতাশা কষ্ট গ্লানি
বোশেখ এসে শোনাবে এবার শান্তি সুখের বাণী!
১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন আপনি। আগাম শুভেচ্ছা।
২| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৯
ধ্রুবক আলো বলেছেন: অগ্রিম বৈশাখী শুভেচ্ছা, কবিতা ভালো লাগলো।
১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন। ভাল থাকুন।
৩| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৫
নিশাত১২৩ বলেছেন: বোশেখের শুভেচ্ছা
১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক ধনন্যবাদ। ভাল থাকবেন।
৪| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০১
হাবিবুর অন্তনীল বলেছেন: খুব সুন্দর। ভাল লাগল।
১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমারও ভাল লাগল। শুভেচ্ছা নিন।
৫| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪১
অতঃপর হৃদয় বলেছেন: অসাধারণ +++
১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৮
রহমান আসাদ বলেছেন: ইলিশটা বন্ধ করা জরুরী।