![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু আমার আকাশ বাতাস
গাছপালা ফুল পাখি
সবুজ বনে গাছের সাথে
বিষম মাখামাখি।
বন্ধু আমার সাগর নদী
ডোবা পুকুর বিল
পাঁবদা পুঁটি বোয়াল গজার
এবং ভুবন চিল।
বন্ধু আমার নীল আকাশে
সাদা মেঘের ভেলা
প্রজাপতি ফড়িং এবং
গোল্লা ডুডু খেলা।
বন্ধু আমার দাদা দাদি
এবং মাতা পিতা
চারিদিকে যা দেখি তাই
সবাই আমার মিতা।
২| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৯
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর অভিব্যক্তি। ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৮
অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর ছড়া। ভালো লাগলো।