![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝলমলে এক দুপুরেবলায় সরষে ক্ষেতে ভূত
দেখেই ভয়ে চিৎ হয়ে যায় কালু মাঝির পুত।
তাবিজ কবচ সঙ্গে নিয়ে এলো বিরাট ওঝা
বলল এসে ভূত তাড়ানো এক্কেবারে সোজা।
নাকে দিয়ে মরিচগুঁড়ো আঙুলে দেয় চাপ
মাঝির পুতে খিচকি মেরে করছে বাপ বাপ।
ওঝা যতো প্রশ্ন করে জবাবটা দেয় পুতে
ওঝা বলে শোনেন খালি কীযে বলে ভূতে।
দরজা আঁটা বন্ধ ঘরে হঠাৎ মারামারি
ওঝার পুতে বেন্দা নিয়ে করল শুরু বাড়ি।
ওঝা বলে বাঁচাও বাঁচাও জীবন আমার শেষ
তাবিজ কবচ ঝোলা ফেলে ওঝা ছাড়ে দেশ।
সরষে ক্ষেতে ভূত নয়রে ওঝা আসল ভূত
পিটন দিয়ে তাড়িয়ে দিল কালু মাঝির পুত!
২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২২
বিএম বরকতউল্লাহ বলেছেন: আনন্দিত হলাম। শুভেচ্ছা নিন।
২| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪১
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন।
৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দুনিয়ায় আর ছবি পাইলেন না, অবশেষে বোরকাওয়ালি হলো ভূত!
হায় দুনিয়া!
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন।
৪| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর ভূতের কবিতা। ভালো লাগলো রস মাখানো কথাগুলো।
মাঝির পুতে বেন্দা নিয়ে করলো শুরু বাড়ি " ভূত তাড়ানোর মহৌষধ হা হা হা,
শুভকামনা রইল ভাই।
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: আনন্দিত হলাম। শুভকামনা
৫| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৭
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন।
৬| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৭
জল্লু ঘোড়া বলেছেন: বাব্বাহ্, বেশ চমৎকার। তবে ওঝার পুতে বেন্দা নিয়ে করল শুরু বাড়ি।
ওঝা বলে বাঁচাও বাঁচাও জীবন আমার শেষ অংশটুকুতে ওঝার পুতে হবে মাঝির পুতে হবে? সংশোধন করতে পারেন।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৭
ব্লগ মাস্টার বলেছেন: বাহ! ভূত নিয়ে কি সুন্দর কবিতা ।