![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি শিশু আপন মনে গাছের ডালে বসে
কী হবে সে মনে মনে দেখছে হিসেব কষে।
পেয়ে গেছি! হবোই আমি সুতো ছেঁড়া ঘুড়ি
ঘুড়ি হয়ে হাত-পা মেলে যাচ্ছে শিশু উড়ি।
এলে বেলে বন পেরিয়ে সাগর দিল পাড়ি
ধীরে ধীরে হারিয়ে গেল চেনা ঘর ও বাড়ি।
হঠাৎ হাওয়ার গতি পেয়ে ছুটল উপর দিকে
কালো মেঘের বাধাগুলো সরিয়ে দিল কিকে।
জোছনা ঢেলে হাসিমুখে দাঁড়িয়ে আছে চাঁদ
উঠল জেগে ঘুড়ির মনে চাঁদে যাওয়ার সাধ।
সুতোবিহীন মুক্ত ঘুড়ি ছুটল চাঁদের দেশে
হাত বাড়িয়ে টেনে নিল চাঁদের বুড়ি এসে।
ঘুরে ঘুরে চাঁদের দেশে ফিরে এলো বাড়ি
হঠাৎ শিশুর জাগল মনে হবে মটর গাড়ি!!
৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: আনন্দিত হলাম। শুভেচ্ছা রইল।
২| ৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৫
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা
৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন। ভাল থাকবেন।
৩| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৩
মোস্তফা সোহেল বলেছেন: শিশুদের নিয়ে সামুতে পোষ্ট খুব কম দেখি। আপনি যে ছোটদের ছড়া লিখেছেন তার জন্য ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে।
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনি খুব বাস্তব একটা কথা বললেন।
টিভি সিনেমাতেও একই অবস্থা। ফেবুতেও তাই।
শিশু-কিশোরদের জন্য আমরা খুব কম লেখা পাই।
আমি ছোটদের নিয়েই বেশি লিখি। আপনার মন্তব্য পেয়ে আমি উৎসাহ বোধ করছি।
ভাল থাকবেন। ধন্যবাদ।
৪| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৩
জল্লু ঘোড়া বলেছেন: শিশুবিষয়ক লেখা আমি সামুতে এই প্রথম দেখলাম।
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: না ভাই, এই প্রথম দেখার কথা না। সম্ভবতঃ আপনি খেয়াল করেননি। আমার অধিকাংশ পোষ্টই তো শিশু-কিশোরদের উপযোগী।
আপনার মন্তব্য পড়ে ভাল লাগল। শুভেচ্ছা নিবেন।
৫| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩১
জল্লু ঘোড়া বলেছেন: তা হবে। হয়তো আমি খেয়াল করি নি। আমার এই নিকটা নতুন। কিন্তু সামুতে আমি একটিভ ৩ বছর ধরে।
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার কোনো পোষ্ট দেখছি না যে!
৬| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: জি ছবি আপু। আমি আনন্দিত।
ধন্যবাদ।
৭| ৩০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কবিতা। ভালো লাগলো পড়ে। মনে হলো আমিও শিশু হয়ে উড়ছি কল্পনায়।
কিন্তু নিচের লাইনটায় এসে চিন্তিত হয়েছি, না জানি কত গাড়ির কপালে কিক অপেক্ষা করছে!!!
শুভকামনা রইল কবি ভাইয়ের জন্য।
০২ রা মে, ২০১৭ সকাল ১০:২০
বিএম বরকতউল্লাহ বলেছেন: হাঃ হাঃ ভালই বলেছেন। আসলে শিশুমনের ভাবনা বড় অদ্ভুত।
ধন্যবাদ রইল। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২০
নাগরিক কবি বলেছেন: ভাল লেগেছে।