![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইঁদুর দেখে বেড়ালগুলো
পাচ্ছে ভীষণ ভয়
শেয়াল দেখে কুকুরগুলো
লেজ গুটিয়ে রয়।
গরু-মহিষ দিচ্ছে হানা
বাঘ-সিংহের পালে
গুঁতো খেয়ে ওল্টে-পুল্টে
পড়ছে নদী-খালে।
পশুর মতন মানুষ যদি
পশুরুপী হতো
লেজ গুটিয়ে সমাজ ছেড়ে
বনে চলে যেতো;
কেমন মজা হতো!
২| ০২ রা মে, ২০১৭ সকাল ১০:৫৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক কথাটিই বলেছেন। কিন্তু কল্পনার সাথে বাস্তবতার যে মিলটি নেই!!
শুভেচ্ছা নিবেন।
৩| ০২ রা মে, ২০১৭ সকাল ১১:০৬
আমি মফিজ বলেছেন: চরন গুলি সুন্দর হয়েছে।
০২ রা মে, ২০১৭ সকাল ১১:১৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ।কিন্তু মফিজ হতে গেলেন কেনো?
৪| ০২ রা মে, ২০১৭ দুপুর ১২:৪৩
ধ্রুবক আলো বলেছেন: দারুন লিখেছেন +
০২ রা মে, ২০১৭ দুপুর ১:১৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৭ সকাল ১০:৫০
মোস্তফা সোহেল বলেছেন: পশুর মতন মানুষ যদি
পশুরুপী হত.... যে মানুষ গুলি পশুর মত আচরন করে তাদের রুপ পশুর মত হলেই ভাল হত।
তাহলে আমরা সহজেই এদের চিনতে পারতাম।