![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু, তুমি আজ কত দূরে...
হৃদয়ে তব মূর্তি বানিয়ে
যত্নে আমি রেখেছি টানিয়ে
অরূপের মাঝে স্বরূপে খুঁজে
পরম শ্রদ্ধায় দু'চোখ বুঝে
পেয়েছি তোমার দেখা;
সাধ্য সাধনা শেষ করেছি
বুকের মাঝে চেপে ধরেছি
আবেগের বেগ কেটে গেল যেই
স্বরূপে হয়েছি একা!!
২| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অন্যদের পোস্ট পড়ার আহবান জানাচ্ছি
০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:৪৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি আপনাদের লেখা খুব পড়ি।
অনেক সময় মন্তব্য করা হয় না।
ধন্যবাদ।
৩| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৪:০৩
বালাম সিটিকে বলেছেন: এসেছি একা, যাবও একা
মাঝে বন্ধু পেয়েছি তোমার দেখা
---------------- ভাল লিখেছেন ,ধন্যবাদ
০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:৫২
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাই কে বলেছে একা এলেন, একা যাবেন?
আসতে গেলে তিন জন লাগে যেতেও লাগে চার
মাঝখানেতে নানারূপে করছি অধিকার।
ধন্যবাদ।
৪| ০৩ রা মে, ২০১৭ রাত ৮:৫৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: সুন্দর !
ভালো লাগলো।
০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:৫৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: কবির কথা কবিতাতে
শুনতে লাগে ভালো
কবিরা তো সাধু পুরুষ
জ্বালায় সুখের আলো।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল হয়েছে