| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
নদীর পাড়ে বালুচরে উড়ছে রঙ্গিন ঘুড়ি
মনে মনে ভাবছে শিশু আমিও যাবো উড়ি।
হাত-পাগুলো পাখা হলো শরীর হলো মেঘ
হাওয়ার বুকে বৈঠা টেনে বাড়ায় গতিবেগ।    
ইচ্ছে হলো আরেক শিশুর হবে ঈগল পাখি
নদীর জলে মাছের সাথে করবে মাখামাখি।
খুকী ভাবে আমি কেনো থাকবো বসে ঘরে
পাতার মতো হাওয়ায় উড়ে গেল বালুচরে।
এমনি করে গাঁয়ের শিশু উড়ছে আকাশ জুড়ে
কেউ গিয়েছে মেঘের বাড়ি কেউ বা পাহাড়চূড়ে।
আকাশ বাতাস পাহাড় নাচে তাদের কাছে পেয়ে
কোথায় গেলো হারিয়ে আহা সোনার ছেলেমেয়ে।
কদিন বাদে বৃষ্টি হয়ে নামলো শিশু গাঁয়ে
ঝাপটে ধরে বুকে নিলো তাদের বাবা মায়ে।
 
০৬ ই মে, ২০১৭  দুপুর ১:০০
বিএম বরকতউল্লাহ বলেছেন: আনন্দিত হলাম। শুভেচ্ছা নিন।
২| 
০৬ ই মে, ২০১৭  দুপুর ২:২৪
রিকতা মুখাজীর্র্ বলেছেন: অসাধারন ছন্দ মিল.........।ভালো লাগল।
 
০৭ ই মে, ২০১৭  সকাল ১০:০৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক শুভেচ্ছা।
৩| 
০৬ ই মে, ২০১৭  বিকাল ৩:২১
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে ভাইয়া।
 
০৭ ই মে, ২০১৭  সকাল ১০:০৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার ধন্যবাদ নিন।
৪| 
০৬ ই মে, ২০১৭  বিকাল ৪:৩০
সামিয়া বলেছেন: ইচ্ছে হলো আরেক শিশুর হবে ঈগল পাখি
নদীর জলে মাছের সাথে করবে মাখামাখি।
সুন্দর মজার ছড়া++++++++
 
০৭ ই মে, ২০১৭  সকাল ১০:০৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা রইল।
৫| 
০৬ ই মে, ২০১৭  রাত ৮:২৮
ধ্রুবক আলো বলেছেন: অসাধারণ লিখেছেন, ভালো লাগলো +
 
০৭ ই মে, ২০১৭  সকাল ১০:০৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: আনন্দিত হলাম। 
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৭  দুপুর ১২:৫৭
লেখা পাগলা বলেছেন: বাহ! কি অসাধারন ।