| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
  
 প্রাণের প্রিয় বন্ধু আমার/অনেক দিনের পরে
পেছন থেকে হঠাৎ আমায়/ঝাপটে যখন ধরে;
অবাক হয়ে তাকিয়ে থেকে/টেনে নিলাম বুকে
মুখের ভাষা হারিয়ে গিয়ে/প্রকাশ পেলো চোখে।
দুটি মুখের গোপন ভাষা/চারটি চোখে নিলো
কিছুটা যায় বাষ্প হয়ে/কিছুটা এলোমেলো।
ঝাপসা চোখে আমাকে সে/দেখতে পেল কিনা
ঠোঁটের কাঁপন কেমন করে/বাজিয়েছিল বীণা।
 
১৬ ই মে, ২০১৭  বিকাল ৩:১৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ মি. সোহেল।
২| 
১৬ ই মে, ২০১৭  বিকাল ৩:২১
ওমেরা বলেছেন: চোখ যে মনের কথা বলে ,সে জন্য তো কারো চোখের দিকে তাকাই না । কবিতাখানি ভাল লাগছে ধন্যবাদ ।
 
১৬ ই মে, ২০১৭  বিকাল ৩:২৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: না তাকিয়েই যদি বুঝতে পারেন
আপনি বড়ো মহান!!
শুভেচ্ছা নিবেন।
৩| 
১৬ ই মে, ২০১৭  রাত ৮:২৮
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +
 
১৭ ই মে, ২০১৭  সকাল ১০:৩৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক শুভেচ্ছা।
৪| 
১৭ ই মে, ২০১৭  সকাল ৮:২২
জগতারন বলেছেন: 
ঝাপসা চোখে আমাকে সে/দেখতে পেল কিনা
ঠোঁটের কাঁপন কেমন করে/বাজিয়েছিল বীণা।
অসাধারন !
কবির প্রতি অভিন্দন জ্ঞাপন করছি।
 
১৭ ই মে, ২০১৭  সকাল ১০:৩৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার মন্তব্য পড়ে উৎসাহ বোধ করছি। আপনাকে অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৭  বিকাল ৩:১৮
মোস্তফা সোহেল বলেছেন: চোঁখ অনেক কথায় বলে। খুব সুন্দর কবিতা।