![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আমায় সস্তা ভাবো কেনো?
ভাব করেছি তাতেই আমি বিলিয়ে দেবো দেহ?
খুব দেখেছি. তোমার সাথে হবে না বনানবনি
ভাবের সাথে ভাব মেলে না মিছেই আদর স্নেহ।
প্রেম পিরিতি ভালোবাসা সে তো অনেক দূরে
খাবলে খুবলে খেয়ে তুমি ফেলবে আমায় ছুঁড়ে।
এখন আমার উচিৎ হবে আবার ঘুরে দাঁড়াই
ভারসিটিতে পড়বো আমি তোমার আদর ছাড়াই।
১৭ ই মে, ২০১৭ দুপুর ২:৫৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন ভাই। ভয়ে কুঁকড়ে থাকলে চলবে না।
ধন্যবাদ।
২| ১৮ ই মে, ২০১৭ সকাল ১১:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক মুগ্ধতা রইল কবিতায়। সুন্দর বিষয় আর সুন্দর বলেছেন। +++++
ঘুরে দাঁড়ানোই উচিৎ সবার।
শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৭ দুপুর ২:৩৮
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কথামালা, এরকমটাই করা উচিত। তাহলে আর সর্বনাশ হয়না।