![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যি যদি চলেই আস তুমি
গাঁটরি বোঁচকা শক্ত করে বাঁধো
রওনা দেয়ার ঘন্টাখানেক আগে
খিল লাগিয়ে ইচ্ছামতো কাঁদো।
কাঁদার পরে হালকা দেহ মনে
ইচ্ছা হলে উড়াল দিতে পারো
মনটা তোমার শক্ত করে আরো
বাপের বাড়ি চিরতরে ছাড়ো।
বাড়ি ছাড়ে একটি মেয়ে, সামনে প্রেমিক বর
সরে গেল পেছন থেকে, বাবা-মায়ের ঘর।
যতই যায় সামনে দেখে, ধূ ধূ মরুভূমি
ভাঙাস্বরে চেঁচায় মেয়ে, কোথায় গেলে তুমি!
পায় না দেখা প্রেমিকবরের
থমকে পথে দাঁড়ায়
পেছন থেকে ভেজা চোখে
বাবা হাতটা বাড়ায়।
২| ২৩ শে মে, ২০১৭ রাত ৮:১৭
ইবাদুল ইসলাম ইফতি বলেছেন: অসাধারণ
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৭ দুপুর ২:২৩
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +
বাবা সেরা মানুষ।