![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুকুর পাড়ে হঠাৎ করে ব্যাঙের ডাকাডাকি
গরম জলে যায় না থাকা সেদ্ধ হওয়া বাকি।
ব্যাঙের ডাকে সাড়া দিয়ে মেঘের ছেলে মেয়ে
ওঠে তারা আকাশ পানে রোদের শরীর বেয়ে।
গুড়ুম গুড়ুম আওয়াজ করে মেঘের ছোটাছুটি
মাটির বুকে সবাই তখন খাচ্ছে লুটোপুটি।
ধীরে ধীরে শীতল হলো পাগল গরম হাওয়া
মেঘের কাছে ব্যাঙের ছিল এইটুকুই চাওয়া।
২৫ শে মে, ২০১৭ বিকাল ৩:১০
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ মি. সোহেল। ভাল থাকবেন।
২| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৫
ম্যাক্সিম বলেছেন: ছন্দটা ভাল লেগেছে।
৩| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ব্যাঙের চাওয়া পূর্ণ হলেই আমার একটু ভালো লাগে ভাই। গরমে মাইরাইছে!! বিদ্যুৎ বেটাও বাটপারি করে!!
আপনি কবিতায় ভালো বলেছেন সবদিক থেকে। মুগ্ধতা রেখে গেলাম কবি ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
৪| ২৫ শে মে, ২০১৭ রাত ৯:৫৬
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা ভালো লাগলো ।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৭ বিকাল ৩:০৪
মোস্তফা সোহেল বলেছেন: ব্যাঙের মত আমরাও চাই গরম হাওয়া শীতল হোক। কবিতা ভাল লেগেছে ভাইয়া।