![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাইল্লা খেতের আলের পাশে ঘাসে ভরা ক্ষেতে
সময় পেলেই সুফির বাপে উঠবে খেলায় মেতে
মনে যেমন ফূর্তি তাঁহার গায়ে বিষণ তেজ
হারবে না সে কোন খেলায় গুটাবে না লেজ।
ভাই-ভাতিজা-চাচার সাথে খেলায় মাতামাতি
গাঁয়ের যতো জোয়ান-বুড়ো সবাই তাহার সাথী।
কঠিন কাজে ব্যর্থ হয়ে করছো পরিতাপ
সেখানেতে সাহস নিয়ে দাঁড়ায় সুফির বাপ।
২| ০৬ ই জুন, ২০১৭ রাত ১০:০৪
মোছাব্বিরুল হক বলেছেন: হেব্বি লাগছে। অসাধারন একটা লেখা পড়লাম।
৩| ০৬ ই জুন, ২০১৭ রাত ১০:০৯
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
৪| ০৭ ই জুন, ২০১৭ রাত ১২:৫৫
মতিউর রহমান মিঠু বলেছেন: দারুন লিখেছেন ভাইজান।
৫| ০৭ ই জুন, ২০১৭ সকাল ১০:৩৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমাদের গ্রামেও এমন খেলা দেখেছি। কবিতা ভালো লাগলো।
ধন্যবাদ ভাই বি এম বরকতউল্লাহ।
৬| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:১২
বিএম বরকতউল্লাহ বলেছেন: সবাইকে অনেক শুভেচ্ছা।
আমি দুঃখিত সবাইকে সময় মতো জবাব দিতে না পারার জন্য।
নানান ব্যস্ততার কারণে এমনটি হয়। আমি নিজের কাছেই নিজে লজ্জাবোধ করি।
আশা করি আমার এ ব্যর্থতাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবার জন্য শুভকামনা।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৭ রাত ৯:২৪
কুঁড়ের_বাদশা বলেছেন:
ছবিাট সুন্দর হয়েছে ভাই ।