![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ছবিটা...
হারিয়ে যাওয়া দিনের কথা মনে করিয়ে দিল
ইট-পাথরের শহর থেকে গাঁয়ে টেনে নিলো।
ছোটোবেলা মাথাল মাথে বৃষ্টিতে যাই ভিজে
টুপ টুপা টুপ শব্দ হতো মজা পেতাম কী যে!
হারিয়ে গেছে চাষীর মাথাল হুক্কা কিবা ডাবা
তামাক টিকা সরিয়ে বাড়ায় হাল-ফ্যাশানের থাবা।
হারিয়ে যাওয়া অনেক কিছু গাঁয়ে গেলেই খুঁজি
ফিরিয়ে পাওয়ার ইচ্ছে নিয়ে ঘুরে বেড়াই রোজই।
০৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগল।
আমার শুভেচ্ছা নিন।
২| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৮
মোস্তফা সোহেল বলেছেন: ছবিটা সুন্দর কবিতাও।
০৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন। ভাল থাকবেন।
৩| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: শেকড়ের সন্ধান মেলে ....
নষ্টালজিক কাব্যে +++++++++
০৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: হ্যা, ছোটোবেলার এমন অনেক স্মৃতি মনের ভেতরে কান্নার সুর তোলে।
এই আধুনিকতার যুগে নষ্টালজিক হাহাকারের মূল্য-মর্যাদা বোজে কজন!
এক ধরনের নীরব কষ্ট নীরবেই বয়ে বেড়াতে হয়।
ধন্যবাদ।
৪| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ১:১৮
কানিজ রিনা বলেছেন: আহঃ দারুন ছবি। দিলেন তো মনে করিয়ে
ছোট কালের পুড়োন দিন। অতীত পিছনের
দিন সে যে আমার নানা রঙের দিন।
আমাদের জমিদার বাড়ির জমি গুল চাষ
করত যেসব চাচারা নাম গুল জুলমত,বিনোদ
আছাই বিস্বাস, কতযে স্নেহ মমতা পেয়েছি
উনাদের কাছে। আড়ালে হুক্কা টেনে গুরগুড়ি
তুলতাম। যদিও আমি মেয়ে ছিলাম।
অনেক স্মৃতি ভেসে উঠল অতীতের দিন গুল।
অনেক অনেক ধন্যবাদ।
০৭ ই জুন, ২০১৭ দুপুর ২:২৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: সত্যিই আপনার অনেক মজার স্মৃতি রয়েছে। সেই স্মৃতি রোমন্থন করে কষ্ট পেতে হয়।
ভাল থাকুন সুন্দর স্মৃতি নিয়ে। ধন্যবাদ।
৫| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: ছবি এবং লেখা সুন্দর।
০৭ ই জুন, ২০১৭ দুপুর ২:২৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ।
৬| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৫
শূন্যনীড় বলেছেন: ঠিক বলেছেন প্রিয় কবি। অনেক সুন্দর লিখেছেন। +++++
০৭ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: আনন্দিত হলাম। ধন্যবাদ।
৭| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ২:১১
বিজন রয় বলেছেন: যাক সব হারিয়ে যাক।
সেটাই নিয়ম।
০৭ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্মৃতিকাতরতার মধ্যে এক ধরনের সুখ আছে বৈ কি!
ধন্যবাদ।
৮| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
ধ্রুবক আলো বলেছেন: অদ্ভুত সভ্যতার চাপে সব পুরাতন স্মৃতী হারিয়ে গেছে।
০৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক।
শুভেচ্ছা নিন।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:১৬
প্রথমকথা বলেছেন: খুব সুন্দর পোষ্ট , পাঠে মুগ্ধ ।