![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি হলে একটুখানি
শহর ডোবে ডোবে
ফেটে পড়ে মানুষগুলো
অন্তবিহীন ক্ষোভে।
যায় না হাঁটা রাস্তা কাটা মানুষ পড়ে গর্তে
রিকশা বেবি বসে থাকে নানা রকম শর্তে।
আম জনতা ঘাম ঝরিয়ে
উদাস চোখে তাকায়
সুখে থাকার স্বপ্নগুলো
ঘুরছে গাড়ির চাকায়।
১৩ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন।
২| ১৩ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
ঢাকার বাড়ীর মালিক, জমিনের মালিকগুলো দুস্ট, ওরা এই সমস্যার সৃস্টি করেছে; ২০ বিলিয়ন ডলার লাগবে এই সমস্যার সমাধান করতে; এসব মেয়র ফয়রের মাথায় সমাধানের বুদ্ধি নেই।
১৪ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন গাজী ভাই। কিন্তু এত টাকা মিলবেও না, রাধাও...।
অনেক শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: তিলোত্তমা ঢাকা না বলে নর্দমার ঢাকা বলায় ভাল।