| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
১.
আজকে আমার মনে বড়ো সুখ
ঘুরে বেড়াই রোদের ডানা চড়ে
ঝড়ের তোপে আহত বকের ছানা
সুস্থ করে পাঠিয়ে ছিলেম ঘরে। 
২.
হাত-পা বিহীন দুঃস্থ গরিব নারী
তাকিয়ে ছিল মলিন দুটি চোখে
ব্যস্ত পায়ে যাচ্ছি কোথাও হেঁটে
চোখের ভাষা আমায় দিল রুখে।
৩.
আকাশ যখন কাঁদে
বৃষ্টি হয়ে নেমে আসে
মেঘের কালো মেয়ে;
বাতাস যখন ছোটে
লুটিয়ে পড়ে গাছাপালারা
শীতল পরশ পেয়ে।
 
১৫ ই জুন, ২০১৭  বিকাল ৩:৩৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| 
১৫ ই জুন, ২০১৭  বিকাল ৩:৩৮
সামিয়া বলেছেন: সুন্দর
 
১৬ ই জুন, ২০১৭  সকাল ১১:২৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| 
১৫ ই জুন, ২০১৭  বিকাল ৪:১১
অকারণে অকালে বলেছেন: ভাইয়ুউউউউউউ!!!!!!
সুন্দর পোস্ট!!!!!!! 
তোমাকে এমন পোস্টের জন্য জিলাপী বানাই খাওয়াব!!!!!!!!! 
হা হা হা হা!!!!!!!!!!!!
 
১৬ ই জুন, ২০১৭  সকাল ১১:২৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: খুব খুশি হলাম। শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৭  বিকাল ৩:২৭
বিজন রয় বলেছেন: ৩.
আকাশ যখন কাঁদে
বৃষ্টি হয়ে নেমে আসে
মেঘের কালো মেয়ে;
বাতাস যখন ছোটে
লুটিয়ে পড়ে গাছাপালারা
শীতল পরশ পেয়ে।
+++++