![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালবেলা হঠাৎ দেখি সন্ধ্যা নেমে এলো
ঝড় বৃষ্টি বাজের শব্দে জীবন এলোমেলো।
অফিসে যাওয়ার তাড়া নিয়ে বেরিয়ে গেলাম পথে
বৃষ্টি ঝড়ের ফাঁক গলিয়ে এলাম কোনোমতে।
বউটি গেলো শপিং মলে সঙ্গে ছেলেমেয়ে
ওরা নাকি বেজায় খুশি নতুন জামা পেয়ে।
বাইরে এসে থ হয়ে যায় রাস্তা গেছে ডুবে
কেমনে আসে ঘুরে খালি পচিম থেকে পুবে।
এমনি শত সমস্যাতে বেঁচে আছি ঢাকায়
সুখে থাকার স্বপ্নটুকু ঘুরছে গাড়ির চাকায়।
১৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
২| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর হয়েছে এবারো। ভালো লাগলো। একদম সত্য কথা সব।
স্বপ্ন গুলো সব গাড়ির চাকা থেকে মনে আসুক, বাস্তবায়ন হোক প্রত্যাশা।
৩| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:২২
ধ্রুবক আলো বলেছেন: ঢাকাইয়া বৃষ্টি, ঢাকায় বৃষ্টি মানে এখন একটা অভিশাপ!!
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে