![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবুজ বাবু অবুজ শিশুর মতো
শপিং মলে লিস্টি নিয়ে যায়
টাকাগুলো চড়ুই পাখির দল
হঠাৎ করে কোথায় উড়ে যায়!
আরও যখন কেনার কিছু বাকি
মানি ব্যাগে ভাড়ার টাকা আছে
অভিমানে গাল ফুলিয়ে মেয়ে
থ্রি পিছ নিয়ে এলো বাবার কাছে।
মাথা গরম বাবার তখন ঝরছে মাথার ঘাম
শুকনো মুখে বলল বাবা দেখ তো কত দাম
দাম শুনেই পল্টি খেয়ে ফ্লোরেতে যায় পড়ে
কী হয়েছে বলতে বলতে নিয়ে এলাম ঘরে!!
২২ শে জুন, ২০১৭ দুপুর ২:২৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।
২| ২২ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ কবিতা সেট করেছেন, ভালো লাগলো এবারও।
মেয়েদের জামমার যে দাম তাতে মাথা ঘুরে পড়ে যাওয়াই স্বাভাবিক।
বাস্তবিক কবিতা +++++
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৭ দুপুর ১:৩৯
ধ্রুবক আলো বলেছেন: বাচ্চা মানুষদের দামের ব্যাপারে বুঝানো অসম্ভব!