![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিষম বিপদ দেখি!!
নিজের জান চলে না ঠিক
পিঠের উপর একি!
ধীরে ধীরে ভাই পার করে দে ছোট্ট ডোবাখানি
বানের জলে ডুবেছে সব ঘরেতে অনেক পানি।
ব্যাঙ ছিল সদাশয়
পার করে দিয়ে ইঁদুরকে বলে
থাকো তুমি নির্ভয়।
আমার ঘরেতে থেকে যাও তুমি খাবার আছে ঢের
বন্ধুকে পেয়ে ইঁদুরের বুক ফুলে ফেঁপে এক সের।
এমনই কতো ঘটনা ঘটে রাখি না খবর তার
ব্যাঙের পিঠে ইঁদুর বসা দেখায় চমৎকার!!
২৮ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ। বন্ধু করে দিলাম।
২| ২৮ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ তো!! ছবি দেখে দেখেই কবিতা গড়ে ফেললেন। চমৎকার হয়েছে।
মনে হলো ইদুর ব্যাঙের মনের কথাগুলোই বলে গেছেন। মন মতো হয়েছে ভাই।
২৮ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমারও ভাল লাগছে। অনেক শুভেচ্ছা।
৩| ২৮ শে জুন, ২০১৭ দুপুর ১২:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্যাঙের বোধ টুকু যদি মানুসের মাঝে থাকতো... বিশেষত রাজণৈতিক নেতাদের মাঝে!!!
সুন্দর কাব্যে ভাললাগা
++
২৮ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ রাজনীতিতে নিয়ে গেলেন। আপনার জন্য অফুরান শুভেচ্ছা।
৪| ২৮ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৫
প্রথমকথা বলেছেন: খুব ভাল লাগল। ছবিটা সেই রকম হয়েছে।
২৮ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার প্রীতি নিবেন। ধন্যবাদ।
৫| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৫
মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!
বাহ!!!!!!!!
মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!
ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!
উলে জাদুরে। উম্মা
২৮ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: ওরে আমার ভায়্যু
পাগল হয়ে যায়্যু।
সুখ সন্ধ্যা।
৬| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪৪
তপোবণ বলেছেন: চমৎকার লিখেছেন। ছবিটা সেভ করলাম। ছন্দে এত মিল ছিল যে মুগ্ধই হলাম।
২৮ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার মুগ্ধতায় আমি আনন্দিত।
শুভকামনা।
৭| ২৯ শে জুন, ২০১৭ রাত ১:৩৪
ধ্রুবক আলো বলেছেন: চমৎকার কবিতা +
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৩
সামিউল ইসলাম বাবু বলেছেন:
চমৎকার ছবি।
তবে এটার শিরোনাম বন্ধুত্ব হলে ভালো হয়।