![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদের ছুটি শেষে...
বিদায় নিয়ে আসার পথে হাত বাড়িয়ে মা
আদর দিয়ে বলল আমায় সাবধানেতে যা
ওই ব্যাগেতে পাকা কাঁঠাল এটাতে নারকেল
চিকন চালের বস্তাটা ল বোতলে খাঁটি তেল।
এই যে সাদা বস্তাটা দেখ কালি জিরা চাল
পুঁটলিতে দেখ বাঁধা আছে মাসকেলাইয়ের ডাল।
শাক-সবজি পিঠা-পায়েস শূঁটকি কাঁঠালবিচি
পিঠ হাতিয়ে বলল বাবা এমন কী আর দিছি।
সাবধানে ল ভেঙে যাবে খাঁটি দুধের হাঁড়ি
কাঁপা হাতে মায়ের দানে বোজাই করা গাড়ি।
আর দিও না এসব নিয়ে বিষম রেসারেসি
সম্মুখে যা দিয়েছেন মা অগোচরে তার বেশি।
বাসায় ঢুকে বস্তা খুলে চোখে এলো পানি
ঝাপসা চোখে ভেসে ওঠে মায়ের বদনখানি!
০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১:২৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগল আপনার সুন্র মন্তব্য পড়ে।
শুভেচ্ছা রইল।
২| ০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: এইতো বাংলার মা
চিরায়ত মাতৃস্নেহের দারুন ছবি এঁকেছেন কবি।
+++++
০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১:২৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনি আরো সুন্দর করে বলেছেন। সামনে দিলেন যতটুকু অগোচরে দিলেন ঢের।
ধন্যবাদ মি. ভৃগু।
৩| ০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১:৫৯
শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: মা তো মা'ই। আপনার কবিতায় ওনার ছবি কল্পনা করা যায়।
শুভ কামনা রইল কবি।
০১ লা জুলাই, ২০১৭ দুপুর ২:০৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন।
অনেক ধন্যবাদ।
৪| ০১ লা জুলাই, ২০১৭ দুপুর ২:০২
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +++
শুভ কামনা রইলো।
০১ লা জুলাই, ২০১৭ দুপুর ২:০৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: আনন্দিত হলাম। ভাল থাকবেন। শুভেচ্ছা।
৫| ০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৩:০৮
নতুন নকিব বলেছেন:
'মা' একটি অক্ষরে জগতের একটি মাত্র শব্দ, যে শব্দটিই কেবল হৃদয়টা জুড়িয়ে দিতে পারে।
অভিনন্দন অন্তহীন।
৬| ০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৩:২৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব সুন্দর লিখেছেন +++
৭| ০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৫:২৬
চাঁদগাজী বলেছেন:
পড়ে ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ হয়েছে প্রিয় কবি।
মায়ে দিতে কৃপণতা করেননা কখনো, সেজন্যই তো মা।
মুগ্ধতা রইল লেখনিতে।