![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লক্ষ্মী সোনা যাদু আমার সাবধানেতে যেয়ো
হালকা খাবার দিয়ে দিলাম যতন করে খেয়ো
গরম কাপড় ব্যাগের ভেতর বোতল ভরা পানি
তোমার প্রিয় অলিভ আচার দিয়েছি অনেকখানি।
আমার কথা ভেবে তুমি হয়ো না পেরেসান
দুদিন বাদে আসছি ফিরে তুমি আমার জান।
এলো যখন ফিরে...
হাজার তারার ঝিকিমিকি রাখল তাকে ঘিরে।
০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:১৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
২| ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:০৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শেষদিকে খেই হারিয়ে ফেলেছেন!
০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:১৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: কী করব বলুন। প্রেম পিরিতির বিষয়, খেই না হারিয়ে পারা যায় না।
শুভেচ্ছা নিন।
৩| ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:১৮
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল হয়েছে ভাইয়া।
০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:২৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: সুখ পেলাম।
ধন্রবাদ।
৪| ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:২৪
ফয়সাল অন্তু বলেছেন: কবিতা টার মাঝে একটা ছোট গল্প লুকানো আছে, ভালো লেগেছে।
০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:২৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: কীভাবে যে লুকোনো প্লটটা ধরে ফেললেন বুঝতে পারলাম না ভাই।
আপনার জন্য অনেক শুভেচ্ছা।
৫| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:০৪
ফয়সাল অন্তু বলেছেন: আপনাকেও শুভেচ্ছা
৬| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:৩২
ভ্রমরের ডানা বলেছেন:
জীবনের কবিতা! প্লাস++
৭| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।
এর আগে আরও দু'টা পড়েছি আপনার লেখা। ভালো লেগেছে।
৮| ০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
জগতারন বলেছেন:
সুন্দর ছবি।
কবিতাও ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:০৪
এস ওয়াই গ্লোবাল এলটিডি বলেছেন: কবিতাটা আনেক ভাল হইছে।