![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভাব দোষে ঘুষ খায় না স্বভাব দোষে খায়
স্বার্থ ছাড়া কেউ চাটে না অন্য কারো পায়।
দুর্নীতিতে পাকা যারা শোনে না নীতিকথা
চাপে পড়ে কয়েকটা দিন করে নীরবতা।
দুর্নীতি আর ঘুষখোরেরা শক্তিশালী খুব
বেতন ছাড়া উপরি আয়ে দেয় যে তারা ডুব
বাড়ি গাড়ি জমি জিরাত সবই তাদের হাতে
এসব করে বুক ফুলিয়ে উঠছে তারা জাতে।
দুর্নীতিতে নো টলারেন্স শক্ত হাতে ধরেন
সঙ্গে আছে আমজনতা কঠিন বিচার করেন।
দেশটা হতে ঝেটিয়ে তাদের তাড়িয়ে দেব শেষে
উন্নয়নের হাওয়া তখন বইবে সোনার দেশে।
০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:১৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক ধরেছেন।
আমরা ইচ্ছা করলেই এগুলো দূর করতে পারি।
শুভেচ্ছা নিন।
২| ০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:৫২
ধ্রুবক আলো বলেছেন: দারুন বলেছেন। এরাই দেশ ধ্বংসের মূল কারণ।
০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: রাইট!
ধন্যবাদ।
৩| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৩:২১
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর লিখেছেন।
০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।
৪| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৩:২৬
মোঃ কবির হোসেন বলেছেন: আপনার এই কবিতাটি অসাধারণ।
০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:০২
তৌফিক বলেছেন: দারুণ বলেছেন। দুর্নীতি নয়, উন্নয়ন চাই। অন্যের অর্থ অসৎভাবে নিয়ে নয়, পরিশ্রম করে সম্মানের সাথে উপার্জন করে উন্নয়ন করতে চাই - নিজের ও সবার।