![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝরাতে রাগারাগি সব চুপচাপ
দুই জনে দুই দিকে ভারি শোক তাপ
ও তো দেখি নাক টানে ছিত ছিত ছিত
কেনো জানি মায়া হলো কমে গেল জিদ।
পাশ ফিরে চেয়ে দেখি টুকটুকে লাল
গাল দুটো ফুলে ফেঁপে হয়ে আছে পাল।
আদরের মাঝখানে দিই গালে চুম
অভিমান ভুলে গিয়ে রাজ্যের ঘুম!
০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪২
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।
২| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১৩
তালুকদার সাব বলেছেন: ভালো লাগলো
০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমারও ভাল লাগছে। ধন্যবাদ।
৩| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪৭
নায়না নাসরিন বলেছেন: ও তো দেখি নাক টানে ছিত ছিত ছিত
কেনো জানি মায়া হলো কমে গেল জিদ।
অনেক ভালো লাগলো ভাইয়া
৪| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০০
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি আনন্দিত। শুভেচ্ছা রইল।
৫| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১৯
এখওয়ানআখী বলেছেন: আদরের মাঝখানে দিই গালে চুম
অভিমান ভুলে গিয়ে রাজ্যের ঘুম! ----------- সত্যিই কি ঘুম নাকি নির্ঘুম। ধন্যবাদ
০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২১
বিএম বরকতউল্লাহ বলেছেন: আসল জাগায় হাত দিয়েছেন।
ধন্যবাদ।
৬| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৭
মোঃ শরিফুজ্জামান সুজন বলেছেন: এমটা আমার অনেক হয়েছে, সত্যিকার ভালোবাসা এমনি, অসাধারন লেখনী।
৭| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১:৩৮
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো ।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল লাগলো।